মোঃ হাসিব রাব্বি ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব জহুরুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছেন ভেড়ামারা থানা পুলিশ।থানা সূত্রে জানা যায় যে, সাতবাড়ি উত্তর ভবানিপুর বিয়ে বাড়ীর সামনে থেকে গত১০/৯/২০২৩ তারিখ কুষ্টিয়া-হ-১৪-৮২৯৩ কালো কালারের ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল টি চোর চুরি করে নিয়ে যায়।
এরপরে মোটরসাইকেল মালিক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে মোটরসাইকেল উদ্ধারের কঠোর চেষ্টা চালায় ভেড়ামারা থানা পুলিশ এবং তারা শেষ প্রজন্ত সক্ষম হয় মোটরসাইকেলটি উদ্ধার করতে এবং আরো জানা যায় যে সাব ইন্সপেক্টর মোঃ মিন্টু আলী সঙ্গে ও ফোর্স নিয়ে চোরসহ মোটরসাইকেল টি উদ্ধার করেন তারা।
এবং সাব ইন্সপেক্টর (নিয়ন্ত্র) সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ১, মোঃ সুমন আলী(৩৫) পিতা মোঃ আলাল সরদার সাং, সাদীপুর উপজেলা/ থানা লালপুর, জেলা নাটোর গ্রাম আড়পাড়া মুলাডলি ইউপি, ওয়ার্ড নং,০৬। ২ নং আসামি মোহাম্মদ আজিজুল শেখ(২৬) পিতা মোঃ হাফিজ শেখ সাং ফতে মোহাম্মদপুর, গোরস্থান পাড়া পৌর ৫ নং ওয়ার্ড।
এ/পি সাং,আড়পাড়া,( মুলাডুলি ইউপি ওয়ার্ড নং ৬) উপজেলা /থানা ঈশ্বরদী,জেলা,পাবনা.৩ নং আহসান হাবিব ইমন(২০) পিতা মোঃ ইয়ামিন সাং ফতে মোহাম্মদপুর (পৌর ৫ নং ওয়ার্ড) উপজেলা /থানা ইশ্বরদী জেলা, পাবনা,ভেড়ামারা মামলা ১৫/১৭১