প্রভাত সংবাদ ডেস্ক : পৃথিবীতে মায়ের তুলনা কিছুতেই হয়না। চাই মানুষ কিংবা পশু। একমাত্র মা-ই বুঝতে পারে সন্তানের দুঃখ, কষ্ট যন্ত্রণা। যদিও প্রাণী ভেদে রয়েছে আলাদা মমত্ববোধ। তথাপিও দেখা গেলো মা হারা একটি বিড়াল ছানাকে মাতৃস্নেহে নিজের বুকের দুধ খাইয়ে লালন করছে মা কুকুর।
সত্যিই বিরল ঘটনা। ঘটনাটি ঘটেছে, টাঙ্গাইল সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামের চিকিৎসক শ্রী আশিষ চন্দ বর্মনের বাড়িতে।
জানা যায়, মা বিড়ালটির দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয়। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি ছানা। কিন্তু প্রকৃতির খেয়ালে মা হারা বাচ্চাটিকে বাঁচাতে ছুটে আসে একটি কুকুর। শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুধ খাওয়ানো। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মা হারা বিড়ালের বাচ্চাটি।
কা/ক