নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বইছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। পিছিয়ে নেই সাংস্কৃতিক জনপদ খ্যাত কুমারখালী। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অন্যান্য প্রার্থীদের ন্যায় দিনরাত জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন কুমারখালীর অন্যতম মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মৌসুমী আক্তার। তিনি এবার ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন।
উপজেলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সাথে তিনি মতবিনিময় করছেন এবং ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কুমারখালী উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট ও নারীবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
উল্লেখ্য কুমারখালী তথা সমগ্র কুষ্টিয়ায় একজন উদীয়মান নারী নেত্রী হিসেবে মৌসুমী আক্তারের সুখ্যাতি রয়েছে।