প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সে সাথে চলছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫২২জন এবং মারা গেছেন ৯ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪ জন, চৌদ্দগ্রাম,দেবিদ্বার, লালমাই নাঙ্গলকোট, দাউদকান্দিতে ১ জন করে।
এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনায় ৫৭১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৯৫
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫২২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ৯০জন।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দেখানো হয়েছে ৪০ দশমিক ৭ শতাংশ।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭৮ জন, আদর্শ সদরের ৩০ জন, সদর দক্ষিণের ১৭ জন, বুড়িচংয়ের ৪২ জন, ব্রাহ্মণপাড়ার ১৩ জন, চান্দিনার ২৬ জন, চৌদ্দগ্রামের ২১জন, দেবিদ্বারের ১৬জন, দাউদকান্দির ১৩ জন, লাকসামের ২২ জন, লালমাইয়ের১০ জন, নাঙ্গলকোটের ২৮ জন, বরুড়ার ৩৫ জন, মনোহরগঞ্জের ১৩জন, মুরাদনগরের ৪২জন, মেঘনার ২ জন, তিতাসের ১ জন এবং হোমনার ১৩ জন।
প্র/স