মোঃ রজ্জব আলী, কুুুমিল্লা ।। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমে কুমিল্লায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি হতদরিদ্রের মাঝে দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।
আজ (৩ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসনের ২৯ টি ভ্রাম্যমাণ আদালত জেলার সবকটি উপজেলায় অভিযান পরিচালনা করে ১১২টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৪৪ জন অসহায় দরিদ্র, কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়া টমটম ড্রাইভার ও সিএজি ড্রাইভার কে ত্রাণ দিয়ে বাসায় ফেরত পাঠানো হয়।
এসব দরিদ্র কর্মহীনদেরন মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সায়েদুল আরেফিন , বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশিক উন নবী তালুকদার এবং জনি রায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা,অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন হাট- বাজার গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা সিটি এলাকা সহ জেলার ১৭ টি উপজেলায় মোট ২৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ৮ টি টিম, পুলিশের ৫০ টি টহল টিম, আনসার বাহিনীর ২ টি টিম, বিজিবি ৩ প্লাটুন, এবং র্যাব এর ১ টি টিম, গ্রাম পুলিশ ও স্কাউটস ১৩৫ জন।
প্রভাত সংবাদ /র আ