স্টাফ রিপোর্টার
কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কামিনী (৪৫) কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে কুষ্টিয়া থানা পুলিশ।
শনিবার দুপুরে চোরহাস ফুলতলা মোড়ের মুদিখানার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কামিনী কুষ্টিয়া চৌড়হাস ফুলতলা এলাকার মৃত মোঃ আজাদের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা যায়, মাদক সম্রাজ্ঞী কামিনীর দোকানে মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী কামিনীকে গাঁজা সহ আটক করেন।
আটককৃত মাদক সম্রাজ্ঞী কামিনী কুষ্টিয়ায় ফেন্সি কুইন নামে পরিচিত। তার বিরুদ্ধে প্রায় ২১ টি মত মাদক মামলা রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, মডেল থানা এলাকার একজন চিন্হিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কামিনী। আমি যোগদান করার পর থেকেই তার বিরুদ্ধে একাধিক রিপোর্ট এসেছে। তার বিরুদ্ধে প্রায় ২০ টির অধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।