স্টাফ রিপোর্টার
(২০জুলাই) বিকেলের দিকে কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া- ৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান অরুন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামিউর রহমান সুমন মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।