নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী ও বড় বাণিজ্য সহযোগী চীন। প্রথমবারের মত চীনে অনুষ্ঠিতব্য “বাংলাদেশ বিজনেস, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে” যোগদানের উদ্দেশ্যে আগামী ৮ জুলাই চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবদুল লতিফ। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্সের সদস্য হিসেবে তিনি সফরটিতে অংশ নেবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং দুই দেশের দূতাবাসের আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হবে।
এদিকে চীন সফরে আবদুল লতিফের অংশগ্রহণে কুষ্টিয়ার রাজনৈতিক ও সুধীসমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামীদূর্গাপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আবদুল লতিফ। প্রত্যন্ত অঞ্চলে জন্ম নিয়েও নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। কুষ্টিয়ায় একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হিসেবে তার সুখ্যাতি রয়েছে।