প্রভাত সংবাদ ডেস্ক : কত বিচিত্র ঘটনাইনা পৃথিবীতে ঘটে থাকে। মানুষ যেমন কোন না কোন নতুন ঘটনার জন্ম দেন ঠিক তেমনি মানুষের পোষা প্রাণীও মানুষকে অনুসরণ করে নতুন ঘটনার জন্ম দিয়ে থাকেন। এমনি একটি ঘটনা এখন ভাইরাল।আর তা হলো বিড়াল গভীর মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছে! কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই দেখা গেছে ভিডিওতে।
তাতে দেখা যায়, একটি বিড়াল গভীর মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছে। সে এতটাই মনোযোগী যে এক সেকেন্ডের জন্যও ডানে বায়ে পর্যন্ত তাকাচ্ছে না। মনের আনন্দে সুর তুলে যাচ্ছে। প্রাণীদের সঙ্গীতের প্রতি আকর্ষণ এর আগেও দেখা গেছে। সুরের তালে নাচতেও দেখা গেছে তাদেরকে। তবে একেবারে যন্ত্রীর কায়দায় বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য মনে হয় এই প্রথমই নজরে এলো।
https://twitter.com/buitengebieden_/status/1421376339647647747?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1421376339647647747%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.daily-bangladesh.com%2Finteresting-news%2F263899
ডে/বা