প্রভাত সংবাদ ডেস্ক : বিয়ের আসরে নববধূ বরকে নিজের হাত সাজিয়ে দিচ্ছেন এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায় বিয়ের দিনে নববধূ লেহেঙ্গা, হাত ভর্তি চুরি, গয়না পরে সেজে রেডি। তবে ব্যস্ত থাকায় স্বামী তৈরি হতে পারেনি। ফলে স্বামীকে নিজের হাতে শেরয়ানি, গয়না পরিয়ে দিচ্ছেন, এমনকি সামান্য মেকআপের টাচ দিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফাইন্ড ইয়োরসেলফ আ ব্রাইড দ্যাট ড্রেসেস ইউ আপ উইথ সো মাচ লাভ এন্ড অ্যাপলম্ব! হিয়ার’স টু দিস স্টানিং কাপল।’ আর এই ভিডিওটি ‘ওয়েডিংস ডট ইন’ নামের একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। এছাড়া ইন্সটাগ্রামেও শেয়ার করা হয়। দেখে নিন সে ভিডিও:
https://www.instagram.com/reel/CR6Xq25HO9d/?utm_source=ig_embed&utm_campaign=loading
ডে/বা