প্রভাত সংবাদ ডেস্ক : সদ্য বিবাহিতা মেয়ের বাড়ীতে অবাক করা সদাই-পাতি পাঠালেন ভারতের তেলেগু প্রদেশের এক বাবা।
তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে উপহার হিসেবে মেয়ের বাড়ীতে পাঠালেন ১ টন মাছ, ১টন সব্জি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মুদিখানার সামগ্রী, ২৫০ শিশি আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি ছাগল। ট্রাকে করে এ সমস্ত উপহার পৌঁছে দেন মেয়ের শ্বশুরবাড়িতে। বিপুল উপহার দেখে অবাক সবাই। উপহার সামগ্রীর ভিডিও ছড়িয়েছে নেটমাধ্যমেও।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে। সেখানকার বাসিন্দা বাত্তুলা বলরাম কৃষ্ণ পেশায় একজন ব্যবসায়ী। পুদুচেরিতে পবন কুমার নামের এক ব্যবসায়ীর সঙ্গে মেয়ে প্রত্যুশার বিয়ে দিয়েছেন তিনি। বিয়ের পরে প্রথম বার এই উৎসব পালন করছেন মেয়ে। বলরাম চেয়েছিলেন, মেয়ের প্রথম উৎসব অন্য রকম হোক। সেই জন্যই এত উপহার পাঠিয়েছেন তিনি।
ভো/কা