প্রভাত সংবাদ ডেস্ক :অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে বেদুইনদের একমাত্র বাসস্থান তাঁবু গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গ্রামটির অন্তত ৬৩ জন বেদুইন গৃহহীন হয়ে পড়লেন এ ঘটনায়। বুধবার (৭ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এক প্যালেস্টাইনি কর্মকর্তা জানিয়েছেন, এই স্থানটি ফায়ারিং জোনের মধ্যে পড়েছে বলে মনোনীত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের অধিকার বিষয়ক গোষ্ঠীগুলো বলছে, এই এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণের জন্যেই একাজ করা হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তা মুআতাজ বশরাত জানান, খিরবত হামসাহ গ্রামে ইজরায়েলি কর্তৃপক্ষ তাঁবু ও আবাসস্থল, ল্যাট্রিন, সোলার প্যানেল এবং জলের পাত্রগুলি সপ্তমবারের মতো ধ্বংস করে। এখন ১১টি পরিবারের ৬৩ প্যালেস্টাইনি গৃহহীন হয়ে পড়েছেন।
ই/ফা